Posts

পোস্ট

সেই রাতে কী হয়েছিল আমার সাথে

February 15, 2025

Tanvin

84
View

আমি অনেক খুশি ছিলাম কারণ কাল সকালে আমি নানু বাড়ি যাবো।আমার সব কালা তো বোন আসবে সকালে নানু বাড়ি। রাতে আমি কাপড় গোছিয়ে ফেলি।সকালে ওঠে আম্মুর সাথে চলে যাই।আম্মু আমাকে রেখে অফিসে চলে যায়। কিছু সময়ের মধ্যে সবাই চলে আসে।খুব গল্প হচ্ছে সবার সাথে। এইরকম ভাবে দিন শেষ হয়ে গেলো।সন্ধ্যা নেমে এলো। নাস্তা করলাম এবং সিদ্ধান্ত নিলাম আমরা চার জন কালা তো বোন একসাথে ঘোমাব।কালা এবং কালা তো বোনদের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে যায় রাত ১২ টা।এখন আমরা খাবার খেয়ে ফেলি।সময় হয়ে যায় ঘোমানোর। আমরা ৪ জন একসাথে এক রোমে থাকি।বলা হয় নাই আমাদের নানু বাড়ি ভয়ংকর বোতের সমস্যা আছে। সেগুলো নিয়ে কথা বলছিলাম আমরা।তখনই মাওয়া আপু বলেন -: এখন শোয়ে মোবাইল দেখি।

আমি-: ওকে লাইট বন্ধ করে ফেলি।

Comments

    Please login to post comment. Login