কবি আল মাহমুদের মৃত্যুর দিনেই পৃথিবী ছেড়ে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'আমি বাংলায় গান গাই' এর স্রষ্টা। ৬ বছর আগে ফেব্রুয়ারির এই দিনে মারা গিয়েছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ।
শনিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে কবি ইমতিয়াজ মাহমুদ এই তথ্য জানিয়েছেন। তিনি আল মাহমুদের একুশে কবিতা পুরোটাই ফেসবুকে দিয়ে লিখেন, ‘আল মাহমুদের এই কবিতাটায় প্রতুল মুখোপাধ্যায় কণ্ঠ দিয়েছিলেন। আল মাহমুদের পর প্রতুল মুখোপাধ্যায়ও ফেব্রুয়ারির ১৫ তারিখ পৃথিবী থেকে বিদায় নিলেন।’
উল্লেখ্য, কবি, উপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, সাংবাদিক আল মাহমুদ ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মারা যান। তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাকভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো, লোক লোকান্তর (১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালী কাবিন (১৯৭৩), মায়াবী পর্দা দুলে ওঠো (১৯৭৬)। তিনি তার অনবদ্য গল্প ও উপন্যাসের জন্যও খ্যতি অর্জন করেছিলেন।