Posts

গল্প

ময়না পাখির বুদ্ধিমত্তা

February 16, 2025

RUHUL AMIN

296
View

একদিন এক বনে একটি ছোট্ট ময়না পাখি বাস করত। সে ছিল খুবই চঞ্চল ও মিষ্টি স্বভাবের। বনের অন্যান্য পাখি ও প্রাণীরা তাকে খুব ভালোবাসত।

একদিন শিকারি এসে জালে ফাঁসিয়ে ময়নাকে ধরে ফেলল। ময়না ভয় পেয়ে গেল, কিন্তু সে বুদ্ধি হারাল না। সে ভাবতে লাগল কিভাবে মুক্তি পাওয়া যায়।

শিকারি যখন বিশ্রাম নিচ্ছিল, ময়না কৌশলে করুণ স্বরে বলতে লাগল—
"হায় হায়! আমাকে ধরলে কি লাভ? আমি খুবই অসুস্থ। আমাকে কেউ খেলে, তারও অসুখ হয়ে যাবে!"

শিকারি ভয় পেয়ে গেল। সে ভাবল, "এই পাখি যদি সত্যিই অসুস্থ হয়, তবে আমি যদি একে বাজারে বিক্রি করি বা নিজে খাই, তাহলে বিপদ হতে পারে!" তাই সে সঙ্গে সঙ্গে ময়নাকে ছেড়ে দিল।

ময়না উড়ে গিয়ে একটা গাছের ডালে বসল এবং বলল—
"বুদ্ধি দিয়ে বিপদ কাটিয়ে ওঠাই সবচেয়ে বড় শক্তি!"

গল্পের শিক্ষা:
বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধি যে কোনো বিপদ থেকে মুক্তি দিতে পারে।

তোমার যদি নির্দিষ্ট কোনো ধরনের গল্প দরকার হয়, জানাতে পারো! 😊

Comments

    Please login to post comment. Login