Posts

কবিতা

তুমি যে আমি না

February 16, 2025

mafuj uddin

77
View

তুমি যে আমি নও—
 

‎তবু আমাদের ছায়ারা একই রকম লম্বা,
 

‎একই রকম সন্ধ্যার আলোয়
 

‎কখনো বিস্তৃত, কখনো ম্লান।
 

‎আমরা একসঙ্গে হাঁটি,
 

‎কিন্তু পথের মোড়ে দাঁড়িয়ে বুঝি,
 

‎তোমার গন্তব্য আর আমার যাত্রা—
 

‎এক নয়।
 


 

‎তুমি যে আমি নও—
 

‎আমাদের চোখের স্বপ্নগুলোও ভিন্ন,
 

‎একই আকাশের নিচে বসে থেকেও
 

‎তুমি তারার আলো খোঁজো,
 

‎আমি দেখি চাঁদের দাগ।
 

‎তুমি বাতাসের সঙ্গীত শোনো,
 

‎আমি শুনি নীরবতার ভাষা।
 


 

‎তুমি যে আমি নও—
 

‎তবু তোমার কথা আমার মতোই ধ্বনিত হয়,
 

‎তোমার হাসি আমার হৃদয়েরই কোনো
 

‎গভীর আবেগকে জাগিয়ে তোলে।
 

‎তুমি আমার মতো অনুভব করো,
 

‎তবে ঠিক আমার মতো নয়।
 

‎তোমার বেদনা আমার হৃদয়ে বাজে,
 

‎কিন্তু তার সুর আলাদা।
 


 

‎তুমি যে আমি নও
 


 

Comments

    Please login to post comment. Login