...বসন্তি ঘ্রাণ...
তুমি যতবার হেসেছ ততবার ই পলাশ ফুটেছে আগুনের গায়ে,,,
বসন্ত আসার আগে কিংবা পরে রঙিণ হয়েছে স্বপ্নিল মুখচ্ছবি!
উত্তরীয় বাতাস বারবার তোমার হাসিমাখা লালখামে প্রেম এনেছে...
মেঘের চুলে তুলোর খোঁপা পরায়ে গুনগুন সুর তুলে ফাল্গুনি হাওয়া।
ঋতুবতী ধরণির এত এত আরতি যে মেঘবতী অরুণির হিংসে হয়!
আগুনি রঙের শাড়ীর অভ্যন্তরে ভাঁজহীন এক বসন্তি ঘ্রাণ।
তুমি একবার চেয়ে দেখো চোখের আরশিতে কে হাসে!