১.যেদিন কেউ আমার চোখের নিচের কালো দাগ নিয়ে চিন্তিত হবে, সেদিন আমি রাত জাগা বন্ধ করবো।
২.যদি কেউ প্রমাণ করে চিন্তার রঙ ধূসর নয়, সেদিন আমি সিগারেট ছেড়ে দেব।
৩.যেদিন কেউ আমার ছন্নছাড়া ভাবটাকে নিয়তি হিসেবে নেবে, সেদিনের পর থেকে আমি সময়ানুবর্তিতার উদাহরণ হব।
৪.যেদিন কেউ আমার এলোমেলো চুলে ভালোবাসা খুঁজে পাবে, সেদিন নিজের উদাসীনতাকে ভুল মানবো।
৫.যদি কেউ আমার সদা হাস্যজ্জল মুখটাকে দুঃখ হিসেবে নেয়, তবে তাকে আমি মন আমার খারাপের সাক্ষী বানাবো।
৬.যে আমার অমনোযোগিতায় বিরক্ত না হবে, তাকে আমার গন্তব্য বানাবো।
৭.যেদিন কেউ আমাকে সত্যিকারের ভালবাসবে, সেদিন আমি একটু শান্তিতে ঘুমাবো।
৮.যেদিন আমি কারো অপেক্ষা হব, সেদিন অস্তিত্বের দ্বিধা দ্বন্দ্ব থেকে নিজেকে মুক্ত করবো