নিজেদের কর্মদোষে দেশ থেকে সদলবলে বিতাড়িত হওয়া আওয়ামী লীগ হয়ত আগামী ১৫ বছরে চান্স পাবে না। যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই।
আওয়ামী লীগের অবর্তমানে সবচেয়ে বড় সম্ভাবনা ছিল বিএনপির। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তাদেরকেও পশ্চাতেই রাখা হবে। খালেদা জিয়ার অরফানেজ মামলা বাতিলের রায়ে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। তারেক রহমান দেশে ফিরবে এমন লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
ওদিকে আপাতত দৃশ্যত পাওয়ারফুল জামায়াত শিবিরকে ব্যবসা-বাণিজ্য, প্রশাসনে পদ-পদবী, কোর্টে আইনজ্ঞ, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় এমন এক দল আরোহন করতে চাইছে যাদের প্যাট্রন হিসেবে থাকবে ভট্টাচার্য-হোসাইন গং। নাহিদ ইসলামদের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জয়েন্ট ভেঞ্চার পলিটিক্যাল পার্টি ক্ষমতার ভরকেন্দ্রে যাবে। সেই সরকারের প্রেসিডেন্ট পদে আসীন হতে পারেন খোদ প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সেনাবাহিনী রাজনীতিতে জড়াবে না কথা দিয়েছে। কিন্তু তাদেরকে বাইপাস করে কিছুই ঘটবে না। কাজেই টোটাল ঘটনাটিই ঘটবে যদি সেনাপ্রধানের শক্তিকে নিজেদের পক্ষে রাখতে পারে ছাত্র আন্দোলন।
ছক অনুযায়ী এমনটা বাস্তবায়ন হতে গেলে অনেকগুলো অবস্ট্যাকল ফেস করতে হবে। একটা পর্যায়ে এমন হতে পারে জামায়াত-বিএনপি যুগপৎভাবে রক্ত ও স্নায়ুক্ষয়ী আন্দোলনে নামতে পারে। আর এই আন্দোলনের ঘরপোড়ায় চুটায়ে আলুপোড়া দেবে পতিত আওয়ামী লীগ। ওদিকে উগ্র ডানপন্থা আরও জাকিয়ে বসবে। মার্কিন ডিপ স্টেট ওদিকেই জল ঢালবে। বরাবর তারা যেমনটা করে আর কী। ডানপন্থীরাও স্বভাবসুলভভাবে ভারত-মার্কিনীদের স্বার্থে নানান বাহানা সামনে আনবে। জুজু হিসেবে রাখবে মুসলিম নুইসেন্স।
সবমিলিয়ে দেশের সামনের পরিস্থিতি একটা ভজঘট অবস্থার মধ্যে দিয়ে যাবে। এর অন্যতম কারণ দেশে এই মুহূর্তে ঊনসত্তরের শেখ মুজিবের মতো একক কোনো নেতৃত্ব নাই। এখন এখানে সবাই মাতবর। যে যার জায়গা থেকে দেশের শাসনভার কেড়ে নিতে চাইছে। সেবা ও কল্যাণকে পরাভূত করে জিততে চাইছে লোভ ও প্রতিহিংসা। বিশুদ্ধ সংস্কার ও গণতান্ত্রিক নির্বাচন এখনো অলীক স্বপ্নের মধ্যে আছে। দেশকে প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, জনমতকে সত্যিকারভাবে তোয়াক্কা করবে -এমন ত্যাগী মানুষ আমি অন্তত দেখতে পাচ্ছি না।
আপনারা কী দেখেন?
লেখক: সংবাদিক
১৬ ফেব্রুয়ারি ২০২৫
...........
What Lies Ahead for the Future of Bangladesh?
The Awami League, ousted from the country en masse due to its own mistakes, may not get another chance in the next 15 years. Though, in politics, nothing is ever final.
In the absence of the Awami League, the biggest potential alternative was the BNP. However, the current situation suggests that they too will be kept sidelined. The state has appealed against the ruling that overturned Khaleda Zia’s orphanage case. There is still no sign of Tarique Rahman returning to the country.
Meanwhile, Jamaat-e-Islami and Shibir, who appear to be momentarily powerful, will have to remain content with their presence in business, administration, legal sectors, and academia. The power of the state is likely to be seized by a new force, backed by patrons like Bhattacharya-Hossain & Co. The anti-discrimination student movement, led by Nahid Islam, and the Joint Venture Political Party of the National Citizens’ Committee will be at the center of power. The presidency of that government could well be assumed by none other than Professor Muhammad Yunus.
The military has vowed not to engage in politics. But nothing will happen without their implicit approval. The entire scenario could shift if the student movement succeeds in securing the army chief’s support.
For such a plan to materialize, several obstacles must be overcome. At some point, Jamaat and BNP may launch a simultaneous bloodshed-driven movement. And the fallen Awami League will be ready to capitalize on the political turmoil.
Meanwhile, far-right forces will further entrench themselves, with the U.S. deep state fueling their cause—as they always do. The right-wing factions, in turn, will cunningly exploit India-U.S. interests while keeping the specter of the so-called "Muslim nuisance" alive.
All in all, the country seems headed for a chaotic period. One of the main reasons is the absence of a singular, charismatic leader like Sheikh Mujib in '69. Now, everyone is playing kingmaker, each trying to seize control from their own vantage point. Greed and vengeance are overpowering service and welfare. Genuine reform and democratic elections remain an elusive dream.
I don’t see any selfless leaders who truly love the country, respect public opinion, and are willing to sacrifice for the greater good.
"What do you see?"
Author: Journalist
February 16, 2025