Posts

গল্প

আমার গল্প লেখা

February 17, 2025

Abiyaz Abiyaz

83
View

আমার গল্প শুরু হয় অনেক বছর আগে আমার বয়স হবে ৫-৬ বছর। আমার গল্প, উপন্যাস পড়ার প্রতি অনেক আগ্রহ ছিল। আমি বিভিন্ন ধরনের মুভি ও দেখতাম। এবং সেই সম্পর্কে ভাবতাম।এরপর একটু বড় হওয়ার সাথে সাথে পড়াশোনার চাপ ও বাড়ে। এবং গল্প  পড়ার এত সময় ছিল না। তবে আমি তাও সময় নিয়ে গল্প পড়তাম এবং এর প্রতি আরো বেশি আগ্রহী হতাম। স্কুল লাইফের শেষ হলে আমি কলেজে উঠি। তখনো পড়াশোনার  বেশি চাপ ছিল। পরিবারও অনেক বেশি চাপ দিত। তবে আমি আমার এই আগ্রহটি হারিয়ে বসিনি। এরপরে কলেজে একটু পড়ার চাপ কমলে আমি গল্প  লেখা শুরু করি। আমি এতে সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পেতাম। ছোটবেলায় আমি গল্প লিখতাম যখন আমি সপ্তমত অষ্টম শ্রেণীতে ছিলাম। তবে এরপরে আমি আর সময় পাইনি। আমার একজন স্যার ছিল যার নাম মুজিব স্যার। আপনি আমাকে এই গল্প লেখা নিয়ে অনেক বেশি আগ্রহী করে তুলতেন। তিনি আমার গল্পগুলো পড়তেন অনেক বেশি প্রশংসা করতেন। আমি এ তো অনেক বেশি খুশি হতাম ও গল্পের প্রতি আরো বেশি আগ্রহী হতাম। কলেজে আমি কিছু গল্প লিখি যা কিছু  পত্রিকায়  ছাঁপানো হয়। এ দেখে আমি অনেক বেশি খুশি হই। তবে এরপরে আমার HSC পরীক্ষার সময় ঘনি আসে। এখন পড়ালেখার আরো বেশি চাপ আসে। ফলে আর গল্প লেখার সময় হয়নি। তবেHSC পরীক্ষার পরে,,হাতে অনেক খালি সময় ছিল। তখন আরো কিছু গল্প লিখি। এবং সেই গল্পগুলোকে বিক্রি করে দেই। হাতে কিছু টাকা আসে,,,, পরে আমি ভেবে নেই যে গল্প লেখার মাধ্যমে   জীবন গঠন করবো। এবং এ নিয়ে আমি আমার সকল জ্ঞান লাগিয়ে দি গল্প লেখার পিছনে। আজ আমার এই গল্প হয়তো আপনাদের ভালো লাগবে।।।।। 

Comments

    Please login to post comment. Login