পড়ন্ত বিকেল, রক্তিম আলোর আভা আকাশে বিস্তার করেছে চারিদিকে। কর্মজীবী মানুষ কাজ শেষ করে তার গৃহে ফেরার জন্য সকল প্রস্তুতি নিচ্ছে, সেই সাথে গবাদিপশু পশু উদগ্রিব তার নিজের গোয়ালে যাওয়ার জন্য। শিশুরা তাদের খেলা শেষ করে দলবেঁধে পুকুরে নেমে গোসল করছে। পাখিরা কিচিরমিচির শব্দে উড়ে উড়ে তাদের নিড়ে ফিরছে। সব মিলিয়ে প্রকৃতি খুবই ব্যস্ত এই সময় পার করছে। সবাই সবার নিজস্ব কাজে ব্যস্ত। আসলে এই গোধূলি সময়টা অনেক ব্যস্ততার সময়।