Posts

নিউজ

বাংলা একাডেমিতে ১৭৫ জন নিয়োগে জালিয়াতি, দুদকের অভিযান

February 17, 2025

নিউজ ফ্যাক্টরি

85
View

বাংলা একাডেমি গোপনে অন্তত ১৭৫ জনকে নিয়োগপত্র দিয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে অভিযান পরিচালনা করেছে। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, সোমবার সকালে দুদকের একজন সহকারী পরিচালকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, এ সময় জানা যায়, বিভিন্ন ক্যাটাগরিতে ১৮০টি শূন্য পদের বিপরীতে ৫০ হাজারের বেশি চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। লিখিত পরীক্ষায় ৪ হাজার প্রার্থীকে উত্তীর্ণ দেখানো হলেও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল মাত্র ৫০০ জনকে।    

তিনি আরও বলেন, এনফোর্সমেন্ট টিম জানতে পারে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ না করে ১৭৫ জনকে গোপনে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। এছাড়া চাকরিতে যোগদানকারী ১৩৩ জনের মধ্যে ৪৫ জন আগে থেকেই বাংলা একাডেমিতে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন।   

এদিকে দুদকের এই অভিযানে দেখা গেছে, বাংলা একাডেমির বিভিন্ন পদে চুক্তিভিত্তিক কর্মরত ব্যক্তিরা নিয়োগ পরীক্ষায় লিখিত অংশে কম নম্বর পেলেও তাদেরকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় বেশি নম্বর দিয়ে নিয়োগ দেওয়া হয়। এছাড়া ওয়েবসাইটে চূড়ান্ত ফলাফল প্রকাশ না করে গোপনে নিয়োগপত্র দেওয়া হয়। 

দুদক কর্মকর্তারা জানান, অভিযানের সময় সংগৃহীত নথি বিশ্লেষণ করে দলটি কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে।  

Comments

    Please login to post comment. Login