আমার প্রিয় দাদা দাদু
তারা দুজন অনেক ভালো
যতই বলি বাজে কথা
মন করেনা একটু কালো।
দাদা দাদু তারা দুজন
আমায় অনেক ভালোবাসে
যখন যায় তাদের কোলে
আমায় দেখেই হাসে।
আমার জন্যে অনেক মজা
দাদা কিনে আনে
দুষ্টুমি করলে আমি
দাদা চেপে ধরে মোর কানে।
খেলার মতো অনেক জিনিস
দাদু বানিয়ে দেয়
আমায় পেলে পরম যত্নে
কোলে তুলে নেয়।
দাদা আর দাদুর কথা
মনে পড়ে বেশ
তাদের কথা এই ছোট্ট গল্পে
বলে হবেনা শেষ।
This is a premium post.