Posts

কবিতা

নবী'র অপমানে নরকযাত্রী'র ভাবনা

February 18, 2025

জাকির সোহান

9
View

প্রিয় নবী, আমি ভেবেছি আপনার অপমানে 
যারা প্রতিবাদী মিছিল করছে
তারা অগুনিত বেকারের জীবিকার নিশ্চয়তা নিয়ে ঘরে ফিরবে।
যাকাতের শাড়ি-লুঙ্গী'র পরিবর্তে শপথ নিবে মানুষকে স্বাবলম্বী করার।

প্রিয় নবী,  আমি ভেবেছি আপনার অপমানের প্রতিবাদে 
যারা রাজপথ কাঁপাচ্ছে 
তারা প্রতিটি মানুষের খাদ্যের নিশ্চয়তা নিয়ে দাঁড়াবে পরবর্তী নামাজে । 
কোনো মানুষ মরবে না  বিনাচিকিৎসায় করবে সেই চুক্তি ।

প্রিয় নবী, আমি ভেবেছি আপনার অপমানে 
যারা প্রতিবাদ সমাবেশ করছে
তারা কেউ নারী নির্যাতনকারী নয় 
কোনোদিনও করবে না সেই অপরাধ।

প্রিয় নবী, আমি ভেবেছি আপনার অপমানের প্রতিবাদে 
যারা তাকবির দিচ্ছে
তারা কখনো হবে না অন্য ধর্মের মানুষের আতংকের কারণ।
তারা গাইবে জাতীয়তার চেয়ে ইনসাফের শ্রেষ্ঠত্ব।

প্রিয় নবী,  আমি ভেবেছি আপনার অপমানের প্রতিবাদে 
যারা শহীদ হতে প্রস্তুত 
তারা কায়েম করবে ভিআইপি আর জনগণের সমতা।

প্রিয় নবী, আমি ভেবেছি আপনার অপমানে 
যারা ভূগোলের গোলকধাঁধা পেরিয়ে এক তরঙ্গে প্রতিবাদ করছে
তারা কখনো মানবে না কোনো কাঁটাতার।
কেউ চালাবে না কারো ভাবনার ভূবনে  চাপাতি ।

প্রিয় নবী, হে প্রিয় রাছুল, আপনার অপমানের প্রতিবাদে 
এই ভাবনা ছাড়া এই নরকযাত্রীর স্মরণে আর কোনো কিছুই নেই।

Comments

    Please login to post comment. Login