...শৈশব...
এইতো সেদিন ,
থানকুনি পাতার ক্রন্দন শুনে
হৃদয় গভীরে জেগে উঠে মৃদু স্পন্দন ,
তার মায়াবী পাতায় জড়ায়ে আছে আমার
শৈশবী বন্ধন ।
কৈশোরকাল ডুবে আছে ফোঁড়ন দেয়া ডালে , বৈচিত্র স্বাদ কাঁচা লঙ্কার ঝালে ।
শৈল্পিক হাতে রাঁধা শিং মাগুরের চচ্চড়ি ,
নুন আর পানতায় করে গড়াগড়ি।
শৈশব কৈশোর সুতো ছেড়া ঘুড়ি ,
হেসে বলে আমরা স্মৃতি হয়ে উড়ি।