Posts

নিউজ

১৮ দিনে একুশে বইমেলায় নতুন বই এসেছে ১ হাজার ৭২৩

February 18, 2025

নিউজ ফ্যাক্টরি

22
View

একুশে বইমেলা শেষের দিকে চলে এসেছে। এবারের বইমেলায় ১৮ দিনে ১ হাজার ৭২৩টি নতুন বই এসেছে। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি ) বইমেলার তথ্যকেন্দ্র থেকে এ তথ্য পাওয়া গেছে। 

মঙ্গলবার একুশে বইমেলার ১৮তম দিন ছিল। এদিন বিকেল ৩ টায় মেলা শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। এদিন মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৭৯টি নতুন বই এসেছে।এগুলোর মধ্যে কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, ধর্মীয়, জীবনী, মুক্তিযুদ্ধ, রাজনীতি, ছড়া, ভ্রমণ, সায়েন্স ফিকশন, অনুবাদ, ইতিহাস এবং অন্যান্য বিষয়ের বই ছিল। 

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বেলাশেষের শহীদ কাদরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন তারানা নূপুর। আলোচনায় অংশগ্রহণ করেন শামস আল মমীন এবং আহমাদ মাযহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসান হাফিজ।    

এদিকে লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি হাসান হাফিজ ও গবেষক খান মাহবুব।

Comments

    Please login to post comment. Login