Posts

পোস্ট

জীবন ঘড়ি

September 9, 2023

রুদ্র রাফি

Original Author রুদ্র রাফি

293
View
জীবন-ঘড়ি
ঢেউটিনে নৃত্য করা বৃষ্টির সুর ছন্দ 
নারিকেল পাতায় গড়িয়ে পড়া
বেপরোয়া বৃষ্টির ফোঁটা 
পুকুর ঘাটে এক পা খাড়া 
বৃষ্টিবিলাসে মগ্ন নয় জোড়া পাতিহাঁসের দল
ফ্যাকাসে মলিন চেহারায় সদ্য পৃথিবীর 
মুখদেখা গোশাবক; 
খোঁয়াড়ে যৎসামান্য খড়ে 
উষ্ণতা খুঁজে ফেরা বাছুরের শিবনেত্র 
কার্নিশ ছুঁয়ে ডুকে পড়া 
লাইনচ্যুত জলীয়বাষ্পরাজি
পাকঘরে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠা
এক মহীয়সীর সংসারযুদ্ধ;
যে যুদ্ধে তাঁর সাথে রোজার হার মানা
সাত দশক পার করা বৃদ্ধের ঘোলা চোখে সিথানে অতীতস্মৃতি হাতড়ানো 
এসবের গোচরে বিষণ্ণতায় 
ছেয়ে যায় তনুমন। 
টিকটিক বেজে চলে জীবন-ঘড়ি।

Comments

    Please login to post comment. Login