আজ একুশে ফেব্রুয়ারি "ভাষা দিবস"।তাই ফজরের সময় ঘুম থেকে উঠে যাই।কারন বাবা বলেছে,আজ আমায় নিয়ে শহীদ মিনার যাবে ফুল দিতে।এর আগে বাবা একাই গিয়েছে শহীদ মিনারে ফুল দিতে আমাকে নেয়নি।আজ বাবার আগেই ready হয়ে বসে আছি।আজ জীবনের প্রথম শহীদ মিনারে যাব ফুল দিতে।
ঘড়িতে সাতটা বাজে।আমি বাবার রুমে গেলাম বাবাকে ডাক দিতে;দেখি,বাবা উঠে বিছানা গুছাচ্ছে।আমি বললাম,বাবা আমি ready তুমিও জলদি রেডি হয়ে নাও আমরা শহীদ মিনার যাব।বাবা বলে,দেখো ছেলের কান্ড,সবার আগে উঠে রেডি হয়ে বসে আছে।ঠিক আছে,এইতো কিছুক্ষণের মধ্যে ready হয়ে আমরা দুজন শহীদ মিনারের উদ্দেশ্য রওনা দিব।বাবাও ready হয়ে গেল।ওই দিক দিয়ে বাবা আগেই ড্রাইভারকে গাড়ি বের করতে বলেছিল।হালকা নাস্তা করে গাড়িতে উঠে রওনা দেই শহীদ মিনার যাবার উদ্দেশ্যে।
গাড়ি গিয়ে থামে শহীদ মিনারের প্রবেশ পথে।আমরা আমাদের ছাদের গাছ থেকে কিছু ফুল নিয়েছি শহীদ মিনারে দেওয়ার জন্য।বাবা তার জুতা খুলে আমাকে বলল, জুতা খুলে নাও;আমিও জুতা খুলে নিলাম।তারপর দুজন মোনাজাত ধরে শহীদদের জন্য দোয়া করলাম।দেখি,অনেক মানুষই শহীদ মিনারে ফুল দিতে গিয়েছে।আমি এবং বাবা দুইজন এক পাশে গিয়ে বসলাম।
বাবা আমাকে শহীদদের সম্পর্কে জানায়।তারা কিভাবে ভাষার জন্য জীবন দিয়েছে।পরে আমরা গাড়িতে করে বাসায় চলে আসি।