"নদী মাতা"
শস্য শ্যামলা সুজলা সুফলা
প্রিয় নদীর মাতা ,
বুকেতে চাপায়ে রয়েছে সে যে
প্রাণ হারানোর ব্যাথা।
পদ্মা মেঘনা যমুনা সে যে
তারই বুকের ধন ,
প্রাণের সবুজ যায় হারিয়ে
উজাড় করে বন।
যদি না থাকে নদীর গর্ভে
স্নিগ্ধ শীতল জল,
কেমন করে কাটবে সাঁতার
রেণু পোনার দল।
নদীর ব্যাথা নদী জানে
বনের ব্যাথা বন,
উভয়ের ব্যাথা লাঘব করার
আছে কি প্রিয়জন..?