চলতি বছরের ওয়াল্টার স্কট প্রাইজের লংলিস্ট বা দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অ্যাবটসফোর্ড ট্রাস্ট তালিকাটি ঘোষণা করেছে। প্রাথমিক এই তালিকায় জায়গা পেয়েছে ১২ টি ঐতিহাসিক ফিকশন।
ওয়াল্টার স্কট প্রাইজের বিচারক কমিটি মে মাসে দীর্ঘ এই তালিকা থেকে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে। এরপর জুন মাসে বর্ডারস বুক ফেস্টিভালে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে তিনি পাবেন ২৫ হাজার পাউন্ড।
উল্লেখ্য, বিখ্যাত স্কটিশ লেখক ওয়াল্টার স্কটের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এই পুরস্কারটি চালু করা হয়। ঐতিহাসিক ফিকশনের জন্য এটি দেওয়া হয়। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর লেখকদের এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। এটি বিশ্বের হিস্টোরিক্যাল ফিকশন জনরার অন্যতম সম্মানজনক সাহিত্য পুরস্কার।
২০২৫ সালের ওয়াল্টার স্কট প্রাইজের লংলিস্ট এক নজরে দেখে নেওয়া যাক:
১. কেভিন ব্যারি - দ্য হার্ট ইন উইন্টার
২. জ্যান ব্রুকস - দ্য ক্যাচারস
৩. গ্লেন জেমস ব্রাউন - মাদার ন্যাকেড
৪. ক্যারিস ডেভিস - ক্লিয়ার
৫. অ্যাংহারাড হ্যাম্পশায়ার - দ্য মের
৬. ফ্রান্সেসকা কে - দ্য বুক অব ডেজ
৭. ম্যালকম নক্স - দ্য ফার্স্ট ফ্রেন্ড
৮. ফেরদিয়া লেনন - গ্লোরিয়াস এক্সপ্লয়েটস
৯. সারাহ মার্শ - অ্যা সাইন অব হার অউন
১০. অ্যান্ড্রু মিলার - দ্য ল্যান্ড ইন উইন্টার
১১. ডেভিড পিস - মিউনিখস
১২. ইয়ায়েল ভ্যান ডার উডেন - দ্য সেফকিপ