Posts

গল্প

জ্বীনের সাথে সংসার পর্ব২

February 20, 2025

Methila Islam

149
View

যাঁরা প্রথম পর্ব পড়েননি পড়ে নিবেন।

স্বপ্নে দেখা জ্বীনকে বাস্তবে দেখে মনের মধ্যে আনন্দ নিয়ে জেসমিন আশাদের বাড়িতে ফিরে আসলেন৷

জেসমিন হাসিখুশি ভাবে বাড়িতে আসায়, বান্ধবী আশা বললেন।

কিহহ ব্যাপার এত খুশি কেনো। 
জেসমিন" খুশি হবোনা, আমিযে আমার স্বপ্নের নায়ককে বাস্তবে দেখে ফেলছি।

আশা" মানে, কি বলিস কাকে দেখছিস তুই। 
জেসমিন" আমার স্বপ্নে দেখা জ্বীনটাকে দেখছি, কিন্তু জানিস সে আমার সাথে দেখা করেনি। আমাকে দূর থেকে দেখছিলো। আমি যখন ওকে দেখলাম তখন ওর কাছে যেতেই ও পালিয়ে জঙ্গলে কোথায় যেনো মিলে গেলো।

আশা " হায় হায় কি বলিস। জেসমিন দেখ এগুলা পা*গলামী করিসনা। সে তো জ্বীন না হয়েও অন্য কিছু হতে পারে৷ তোকে একা ছাড়াই আমার ভুল হইছে। এখন থেকে আমাকে রেখে কোথাও জাবিনা।

জেসমিন" আরে ভয় পাচ্ছিস কেনো।  কিছুই হবেনা। আমি চিন্তা করছি ও আমাকে দূর থেকে দেখছে কেনো। সে কি আমাকে কিছু বলতে চায়।

আশা" সেটা তুই আর তোর জ্বীন জানিস। চল ভিতরে চল আপুর গায়ে হলুদ দিবে। ভিতরে সবাই অপেক্ষা করছে।

আশার কথায় মনের মধ্যে আনন্দ নিয়ে, জেসমিন ভিতরে চলে গেলেন।

বান্ধবী আশার বড় আপুর বিয়ে উপলক্ষে তার বাড়িতে আসা। বিয়ে বাড়িতে বেশ মজা হচ্ছে জেসমিনের।  সে এখানে এসে স্বপ্নে দেখা জ্বীনটার দেখা পাবে এটা ভাবতে পারেনি।

বিয়ে বাড়িতে নানা মানুষের ভিড়েও জেসমিন কিন্তু নজর রাখছিলেন সে আবারো ঐ জ্বীনটাকে দেখতে পায় কিনা।

এভাবে নজরে নজরে বিকেল গড়িয়ে সন্ধা আর সন্ধা গড়িয়ে রাত চলে আসে।

রাত হওয়ায়, রাতের খাবার শেষে আশা ও জেসমিন যখন ঘুমাতে যাবে তখন জেসমিন আশাকে বললেন।

এই আশা চলনা একটু বাহিরে যাই একটু হাঁটাহাটি করে আসি ভালো লাগবে।

আশা" ভালো লাগবে না ছাই। তুই বাহিরে কেন যেতে চাচ্ছিস জানিনা বুঝি। বাহিরে গিয়ে ঐ জ্বীনটাকে খুঁজবি তাইনা।

জেসমিন" সবি তো বুঝিস তাহলে চল। 
আশা " এই একদম না। রাতের বেলা বাহিরে যাওয়া যাবেনা। বিয়ে বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসছে কেউ দেখলে উল্টো পাল্টা ভাববে। এখন চুপচাপ ঘুমা।

জেসমিন" ঠিক আছে ঠিক ঘুমাচ্ছি। তবে দেখে নিস ওর সাথে আমার একদিন না একদিন দেখা হবে। আমি ওর সাথে কথা বলবো। ওর মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকবো।

এভাবে দুই বান্ধবী বেশ কিছুক্ষন গল্প করে ঘুমিয়ে পড়লেন।

ঘুমানোর পর সেই রাতে, জেসমিন স্বপ্নে আবারো সেই জ্বীনটাকে স্বপ্নে দেখলেন, সেই জ্বীনটা জেসমিনের কাছে এসে গত রাতের মত করে বললেন, জেসমিন আমি এসেছি চলো যাবে আমার সাথে।

সেই জ্বীনটার কথায় জেসমিন এই প্রথম সাহস করে স্বপ্নের ভিতরে সেই জ্বীনটার সাথে কথা বলেন। জেসমিন বলেন আচ্ছা তুমি কে, আমার কাছে কেনো আসো। তুমি আমার স্বপ্নে সুধু কেনো আসো। আমি তোমার সাথে বাস্তবে দেখা করতে চাই।

জেসমিনের কথায় সেই জ্বীনটা বলেন। সত্যি কি তুমি আমার সাথে দেখা করবে কথা বলবে।

তখন জেসমিন বলে হ্যাঁ। আমি দেখা করবো। তুমি কখন দেখা করবা বলো।

জেসমিনের কথার জবাবে সেই জ্বীন বলেন। ঠিক আছে আমি কালকে তোমার সাথে দেখা করবো কখন করবো সেটা বুঝতে পারবা। কথাটা বলে সেই জ্বীনটা চলে যায়।

 এরকম একটা মিষ্টি স্বপ্ন দেখে সকালে ঘুম ভেঙে যায় জেসমিনের।

সকাল বেলা নাস্তা করার সময় জেসমিন আশাকে বলে আশা, এই শোননা, আজকে না কেউ একজন আমার সাথে দেখা করবে বলছে। উফফ কখন যে তাঁকে মন ভরে দেখতে পাবো কখন যে তাঁর চোখের দিকে তাকিয়ে গল্প করতে পারবো।

বান্ধবী জেসমিনের মুখে কথাগুলো শুনে আশা বললেন, দেখ আজকে আপুর বিয়ে বাড়িতে অনেক লোকজন আছে, আজকে অনন্ত কোন পাগলামী করিসনা, আমাকে সাথে না নিয়ে দয়া করে কোথায় যাবিনা।

আশায় কথায় জেসমিন মাথা নাড়িয়ে হ্যাঁ উওর দিয়ে খাবার শেষে চলে গেলেন।

আশার বোনের বিয়ে আজ, বর যাত্রীরা আসবে হয়তো বিকেল বা সন্ধার দিকে। বিয়ে বাড়িতে তো অনেক আত্মীয় অনেক লোকজন এর মাঝে জ্বীনকে কোথায় পাবো বসে বসে এসব ভাবছে জেসমিন।

যাইহোক, 
জেসমিন বিয়ে বাড়িতে ঘুরছে আর মনে মনে আশপাশ তাকিয়ে দেখছে জ্বীনকে কোথায় দেখতে পারে কিনা।

এভাবে আরো বেশ কিছুক্ষন কেটে যাবার পর জেসমিন হঠাৎ করে দূরে সেই জ্বীনটাকে দেখতে পায়, সেই জ্বীন ইশারা দিয়ে তাঁকে ডাক দেয় আর জঙ্গলের ভিতরে ঢুকে যায়।

জ্বীনটাকে দেখে জেসমিন, কাউকে কিছু বুঝতে না দিয়ে সেই জঙ্গলে ঢুকে পড়ে।

জায়গাটা খুব নিরিবিলি আশপাশে কেউ নেই, জেসমিন একটা গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে আশপাশে খুঁজতে লাগলেন আর বললেন, তুমি কোথায় গেলে আমার সামনে আসো। আমাকে না কাল স্বপ্নে বললে আমার সামনে আসবা তাহলে এখন লুকোচুরি করছো কেনো আমার সামনে আসো আমি দেখবো তোমাকে।

জেসমিমের কথায়, ওর পিছন থেকে মিষ্টি কন্ঠে সেই জ্বীনটা বলে উঠলো, জেসমিন এদিকে তাকাও

মিষ্টি কন্ঠটা শুনে জেসমিন পিছনে ঘুরে দেখলেন খুব সুন্দর একজন যুবগ, যুবগ বলতে এটাই হয়তো সেই জ্বীন যাকে অনেকবার স্বপ্নে দেখলেও বাস্তবে আজ প্রথম দেখছে, সেই জ্বীনকে দেখে জেসমিন এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে চোখ যেনো সরাতেই পারছেনা।

এমন অবস্থায় সেই জ্বীনটা বললেন, কিহহ দেখছো এমন করে।

ওর কথার জবাবে জেসমিন বললেন, তোমাকে দেখছি তুমি এত সুন্দর। আমিতো চোখ ফেরাতে পারছিনা।

জেসমিনের কথায় জ্বীনটা বললেন, তুমিও অনেক সুন্দর। আমাকে দেখার অনেক ইচ্ছে ছিলো তোমার,, সেই ইচ্ছেটা পূরণ করলাম।

জেসমিন" আচ্ছা তোমার নাম কিহ। 
জেসমিনের কথায় সেই জ্বীনটা বলেন, আমার নাম ইয়ামিন।

ইয়ামিন " বাহহ নামটা অনেক সুন্দর। ঠিক তোমার মত৷

ইয়ামিন জ্বীন " আচ্ছা এই বিয়ে বাড়িতে থাকবা কতদিন। বাড়িতে কবে যাবা।

জেসমিন" আশার বোনের বিয়ে শেষ হলে যাবো। 
ইয়ামিন জ্বীন " ওহহহ, আচ্ছা আমাকে এখন যেতে হবে। যাবার আগে তোমাকে কিছু কথা বলে যাই। আমার সাথে দেখা করলা কথা বললা এই কথাটা কাউকে বলবানা বিশেষ করে তোমার মা বাবাকে বলবানা। ওনাদের বললে তোমার শরীলে আবারো তাবিজ বেঁধে দিবে তাহলে আমি আবারো তোমার সাথে দেখা করতে পারবোনা। তোমার স্বপ্নে ও আসতে পারবোনা। তাই আমার কথা আপাতত কাউকে বলোনা কেমন। তোমার সাথে আরো অনেক কথা আছে, আমি কেনো তোমার কাছে আসি, তোমাকে আমার ভালোলাগে কেনো এসব পরেরবার দেখা হলে বলবো। এখন আমি চললাম, ঐ যে তোমার বান্ধবী আসছে ওকে আমার কথা বলোনা আবার।

কথাটা বলে  ইয়ামিন জ্বীন বাতাসে মিলে গেলেন।

জ্বীন চলে যাবার পর বান্ধবী আশা সেখানে এসে উপস্থিত।

তারপর ______
Next________

Comments

    Please login to post comment. Login