Posts

নিউজ

অ্যারাবিক ফিকশন অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় আমিরাতি উপন্যাসিক নাদিয়া নাজার

February 20, 2025

নিউজ ফ্যাক্টরি

11
View

চলতি বছরের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশনের (আইপিএএফ) সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের লেখক নাদিয়া নাজারের ‘দ্য টাচ অব লাইট’ উপন্যাসটি। ১৯ ফেব্রুয়ারি মিশরের বিবলিওথেকা আলেকজান্দ্রিনা লাইব্রেরিতে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। 

দ্য টাচ অব লাইট উপন্যাসে তেল আবিষ্কারের আগে দুবাইয়ের ইতিহাস সহ এই অঞ্চলের অতীতের বিভিন্ন দিকের সন্ধান করা হয়েছে।   

এবারের আইপিএএফের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইরাক, লেবানন, সিরিয়া এবং মৌরিতানিয়ার লেখকদের বই। এবারই প্রথম মৌরিতানিয়ার কোনো লেখক এই তালিকায় স্থান পেলেন।  

২৪ এপ্রিল আবুধাবিতে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে তিনি পাবেন ৫০ হাজার মার্কিন ডলার। 

উল্লেখ্য, নাজার আরব আমিরাতের একজন জনপ্রিয় লেখক। তিনি সেরা আমিরাতি বইয়ের জন্য শারজাহ বুক ফেয়ার অ্যাওয়ার্ড, এমিরেটস নভেল অ্যাওয়ার্ড এবং আল ওয়াইস অ্যাওয়ার্ড সহ বেশ কিছু স্থানীয় পুরস্কার জিতেছেন। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে, দ্য এক্সাইল অব মেমোরি (২০১৪), সিটিস অব প্যাশন (২০১৫) এবং দ্য ডি ট্রিলজি (২০১৭)। তিনি ২০২২ সালে ‘পাজল গেম’ নামে একটি ছোট গল্পের সংগ্রহও প্রকাশ করেছেন।   

সূত্র: দ্য ন্যাশনাল 

  

Comments

    Please login to post comment. Login