Posts

গল্প

পরিক্ষার ফলাফল

February 21, 2025

Mst Sumaiya Akter Sathi

114
View

এবার অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেনিতে উঠব আগেই গনিত স্যার বলেছে রোল তিন থেকে দুই কিংবা এক না করলে তিনি আমার সাথে কথা বলবেন না। আমি জানি আমার নবম শ্রেনিতে রোল নং এক হবে না কারণ সে রকম প্রস্তুতি নেই নি। আমার লেখা খারাপ। তাই গনিত স্যার সবসময়েই বলত লেখা ঠিক করতে। ইংরেজি পরিক্ষার দিন আমি একটু বান্ধবীর দেখেছি তাই বিজ্ঞান স্যার এসেই বলল তিন রোল এবার চার বা পাঁচ রোলে যাবে তার রোল তিন রোলে আসবে। শুনে মন খুব খারাপ হলো। কিন্তু কী করার আছে ইংরেজি পরিক্ষার সময় গনিত স্যার ডিউটিতে ছিল।খাতা  সই করার সময় দুই রোলের ছাত্র ও এক রোলের ছাত্র কে জিজ্ঞেস করলে তারা বলে তাদের রোদকে তারা ধরে রাখবে। কিন্তু আমি মনে মনে ভাবি এক রোল তো দূরের কথা নিজের রোল ধরে রাখতে পারি  কী না তা সংকোচনের বিষয়। আমার যদি তিন রোল থাকে তাহলে আমি খুশি না। দুই রোল বা এক রোল হলে আমি খুশি হবো। কিন্তু এদিকে বাওবি  খুব খারাপ পরিক্ষা টা  হয়েছে।বাবা বলেছে রোল এগুতে না পারলে খবর আছে।আমি পরিক্ষা ভালো ই দিয়েছিলাম। রেজাল্টের চারদিন আগে বাবা আমাকে বলল আমি স্বপ্নে দেখেছি তুই  বাড়ি যে ফেল করেছিস।আমি চিন্তায় পড়লাম  কেননা স্বপ্ন কখনো সত্যি হয়। আল্লাহর  কাছে হাত পেতে দোয়া করছিলাম আমার রোল যেন দুই কিংবা এক হয়। কিন্তু পরবর্তীতে আমার রোল দুই হয়। পরিক্ষার ফলাফল ছাব্বিশ তারিখ মনটা ভালো নয় কতো যে রোল হয়। পরিক্ষার ফলাফল শোনার তেমন মন নেই। কিন্তু আগে সবসময় পরিক্ষার ফলাফল শুনতে যেতাম। মাকে বলছি মা  বলেছে তোর ব্যাপার সেটা। কিন্তু আমি রেজাল্ট শুনতে যাচ্ছি। বিদ্যালয়ের আঙ্গিনায় পা দিতেই বুকটা জানি এরপর করে উঠল। বিদ্যালয় মাঠে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর সবাইকে ডাকল স্কুলের দপ্তরি। সেখানে সবাই জিরো হলো। পরিক্ষার ফলাফল শোনার আগে প্রথমে ম্যানেজিং বক্তব্য রাখলেন।এরপর সহকারী প্রধান বক্তব্য রাখলেন। এরপর রেজাল্ট ঘোষণা করলেন আমি নবম শ্রেনীতে দুই রোল করলাম।

Comments

    Please login to post comment. Login