পোস্টস

নন ফিকশন

কারচুপি (প্রিমিয়াম)

১৯ মে ২০২৪

রাজীব কুমার সাহা

বাংলা ভাষার একটি সুপরিচিত শব্দ হলো কারচুপি। আমাদের যাপিত জীবনে কারচুপি শব্দটি নেতিবাচক অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। আবার এই নেতিবাচক অর্থটি অধিকতর পরিস্ফুট করতে শব্দটির পূর্বে ‘সূক্ষ্ম’ শব্দটিও আমরা যুক্ত করছি। সাধারণত যে কোনো ধরনের নির্বাচনের পরে পরাজিত দলের অনিবার্য ভাষ্য ‘নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে।’ কিন্তু আমরা কি জানি কারচুপি শব্দের মূল অর্থ কী? এর মূল অর্থটি কি প্রথম থেকেই নেতিবাচক অর্থে প্রয়োগ হয়ে এসেছে? নাকি শব্দটি ভাষাভাষী সমাজে শুরু থেকে ইতিবাচক অর্থে ব্যবহৃত হতো। তবে চলুন, চুপিচুপি জেনে নিই কারচুপি শব্দের কারসাজি।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।