চাঁদটা কেন বাড়ে কমে, সমুদ্রে সর পড়ে?
নীলের কলস কাৎ হয়ে যায়, আকাশ সরোবরে।
তারার মিছিল রাত্রি হলে, দিবস ভরা আলো,
সূর্য এদিক সেদিক হলেই, সাদা এবং কালো।
অন্যায্য কে অন্যায্য কও, জুলুমকে কও হটো,
মায়ের মুখের হাসির জন্য, মিছিল নিয়ে ছোটো।
শূন্য বুকে আয় ফিরে তুই, কে জাগালো আশা?
এক কথাতেই জবাব মেলে, বাংলা আমার ভাষা।
সমতা আর মমতাময়, হৃদয় করে জারি,
আমার ভাষা ভুবনজয়ী, সূর্য দীঘল বাড়ি।
(সংগৃহীত)
5
View