ও আমায় ভালোবাসেনি
পর্ব সংখ্যা : ১
লেখিকা : রোদেলা
আমার জীবনের সবচেয়ে বড়ো ভুল ছিল একটা ছেলের মায়ায় পরা। ১৪ বছর বয়সে প্রেমে পরেছিলাম তার। তখন বয়সটা ছিল আবেগের। সব কিছু রঙ্গিন লাগতো তখন। ভালো-মন্দ বোঝার জন্য বুদ্ধি ছিল না। তখন কে জানতো এই আবেগ থেকেই ভয়ংকর রকম ভাবে তার মায়ায় পরবো। পরিশেষে ক্ষতি আমারই হলো। ক্ষতি পুষিয়ে ওঠা আমার এ জনমনে হবে না।
অতীত.....
আমি তনু। বয়স ১৪। এই বার ষষ্ঠ শ্রেণীতে উঠলাম। আমি মা বাবা আর তিন্নি আপু এই মিলিয়েই আমাদের পরিবার। বাবা শহরে চাকরি করে। মা গৃহিণী। আর তিন্নি আপুর বিয়ে হয়েছে ২ বছর আগে। সে এখন পাকা গিন্নি হয়ে গেছে।
আরে… ৭:৪০ বাজে! আমি এতখন ঘুমাচ্ছিলাম। আমার ক্লাস আছে তো। মা ও আমাকে উঠলো না। রেডি হতে হবে স্কুলে যাওয়ার জন্য।
আমি-- মা.. ও মা.।
মা-- কি?
আমি-- কতো দেরি হয়ে গেলো। তুমি আমাকে উঠালে না কেনো?
মা-- কতটা বার ডেকেছি জানিস? নবাবের বেটির তো ঘুমই ভাঙ্গে না।
আমি-- আমার দেরি হয়ে গেলে মা। তারাতাড়ি খেতে দাও। আমি রেডি হতে গেলাম।
মা.. আমার খাবার খাওয়া শেষ। আমি গেলাম।
উফফ.. ভালো লাগে না। প্রতি দিন এই ছেলেটার দারিয়ে থাকা লাগবে কেনো আমাকে দেখার জন্য? বুঝি না আমি।
মিরা-- এই তনু এতো দেরি কেনো হলোরে?
তানহা-- আরে ওর তো টিকিট কেটে উড়োজাহাজে আসতে একটু সময় লাগবেই।
আমি-- তোরা থামতো। ভালো লাগে না। গতকাল রাতে আবার ঝগড়া হয়েছে ওপর সাথে। তাই মনে মেজাজ ভালো নেই।
মিরা-- এই তোর লজ্জা সরম বলতে কিছু নেই তাই না?
আমি-- কেনো? কি করলাম আমি?
মিরা-- কেনো.. তুই জানিস না?
আমি-- না তো।
মিরা-- আমি এই বিষয়ে তোর সাথে কোনো কথাই বলতে চাই না।
তারপর.......