পোস্টস

নন ফিকশন

দাদাবাদ (Dadaism)

১৯ মে ২০২৪

জিসান আকরাম

মূল লেখক জিসান আকরাম

        ফরাসি 'দাদা' শব্দের অর্থ খেয়ালী ঘোড়া। দাদাবাদ হইল ফ্রান্স তথা সমগ্র ইউরোপের এক রকম বুদ্ধি ভিত্তিক আন্দোলন। আধুনিক শিল্প সাহিত্যে সুরিয়ালিজম বা অধিবাস্তববাদের প্রচলন হইছিল এই দাদাবাদ থেকেই। 

           ১ম বিশ্বযুদ্ধের বিভীষিকায় আতঙ্কগ্রস্থ  ফরাসি বুদ্ধিজীবী শ্রেনীর কিছু লোক সুইজারল্যান্ডের জুরিখে যান। ঘোষণা দেন, খেয়ালী চিন্তাধারায় যুদ্ধের হতাশা ও আতঙ্ক রে শিল্প সাহিত্যে প্রকাশ করতে হবে।
    
          জা ককতু, হানস কার্প, মাসেল দুকাম্প প্রমুখ সাহিত্যিক গণ ছিলেন এই আন্দোলনের প্রবক্তা। জা ককতু মনে করতেন যেকোনো শ্রেষ্ঠ সাহিত্যকর্মই বিশৃংখলার অভিধানবিশেষ। 

          মানুষ স্বভাবগত ভাবে পশু। পাশবিক আচরণ করবেই। সমাজ কোন নীতি মানে না। শিল্পীদেরও তাই প্রচলিত নিয়ম নীতি মাইনা চলার প্রয়োজন নাই। যা মন চায় তাই করো। শিল্পের মাধ্যম হিসেবে যা ইচ্ছা হয় তাই গ্রহণ করো। 

           অক্ষরগুলো যেমনে লেখা হইছে,  এরকম করে কেন লিখবো, উল্টায়া লেখলে ক্ষতি কি!!!
এরকম অরাজক মানসিকতা থেকে লেখকগণ শিল্প সাহিত্য চেঞ্জ কইরা দেয়ার পরিকল্পনা করতেছিলেন। 
           
      ১৯২২ সালের দিকে দাদাবাদ স্তিমিত হয়ে পড়ে। এই ধারার জায়গা দখল করে সুরিয়ালিজম