Posts

কবিতা

ইশকুলে পিকনিক

February 22, 2025

আহমেদ সাব্বির

8
View

ইশকুলে পিকনিক

আহমেদ সাব্বির

ইশকুলে পিকনিক আজ বাদে কাল

টেনশনে ঘুম নেই সন্ধ্যা সকাল।

কোন ড্রেস পরব যে বোঝা মুশকিল

ফ্রক নাকি থ্রি-পিস? লাল নাকি নীল?

কামিজের সাথে জিনস করবে কি ম্যাচ!

ধুত্তুরি! কী যে করি সবখানে প্যাঁচ।

পিকনিকে খাওয়া নয়, সাজুগুজু মূল

টক দই-লেবু দিয়ে ধুতে হবে চুল।

কোন জুতা ফিট হবে ফ্ল্যাট নাকি হিল!

খুশি আর টেনশনে মাথা কিলবিল।

আম্মুর শাড়ি আর আন্টির চুড়ি

পরলেই আয়নায় লাগে বুড়ি বুড়ি।

জুঁই নাকি কাঠবেলি গুঁজব কি চুলে?

বউ বউ মনে হয় টিকলি ও দুলে।

মাসকারা আঁকতেই ছিটকায় কালি

ফুপ্পির আই-ল্যাশ খুলে যায় খালি।

পারলারে সাজব যে লাভ নেই তাতে

আপুদের সিরিয়াল ভোর থেকে রাতে।

পিকনিকে যোগ দিলে পার্স ব্যাগ ছাড়া

ভাববে কি সিনথিয়া রিফা মাইশারা!

বন্ধুরা এসে কাল ছড়াবেই দ্যুতি

পিকনিক ঘিরে তাই জোর প্রস্তুতি।

বৎসরে এক দিন শুধু উল্লাস

ইশকুলে থাকবে না বই-খাতা-ক্লাস।

টিচারের চিৎকারে কাঁপবে না প্রাণ

বাতাসে ভাসবে রোস্ট-কাচ্চির ঘ্রাণ।

তুফান বইবে কাল ইশকুল মাঠে

সাজুগুজু নিয়ে তাই আছি ঝঞ্ঝাটে।

Comments

    Please login to post comment. Login