বাংলা মাটির সন্তান আমি, বাংলাদেশকে ভালবাসি। বাংলা ভাষার দাবি নিয়ে শহিদ হলো,মোদের ভাইয়েরা। তবুও পিছু হটতে আমি দেখেনি, জীবন গেল তাজা রক্তের বন্যা বইল বিজয়ী হলাম মোরা। নয় মাসের যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম মোরা। সবুজ শ্যামল বাংলাদেশ যখন এক স্বৈরাচারীর হাতে, দেশের জনগন অধিকার চাইলে গুলি করে মারে। দেশের ভাইয়েরা যখন শহিদ হয়,তখন কাতর স্বরে সবাই বলে উঠল স্বৈরাচারীর পতন চাই। স্বৈরাচারীর পতন হলো দেশ হলো নতুন করে স্বাধীন। আগামীতে দেশ হবে দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত। মেধাবীরা যার যার অবস্থান নিতে পারবে তারা। সাধারণ মানুষেরা ন্যায্য অধিকার পাবে।