Posts

উপন্যাস

ফুলের মত ভালোবাসা

February 22, 2025

ANUPOM DAS

96
View

পর্ব ১: প্রথম দেখা

নীলার জীবনে ভালোবাসা যেন কেবল গল্পের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ছোটবেলা থেকেই সে বইয়ের পাতা উল্টে কেবল কল্পনার রাজ্যে হারিয়ে যেত। বাস্তব জীবনে ভালোবাসা কি সত্যি হয়? কিংবা বইয়ের মতো সুন্দর হতে পারে? এসব ভাবতে ভাবতেই তার জীবন কেটে যাচ্ছিল।

একদিন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে নীলা যখন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়ছিল, তখনই প্রথম দেখা হয় অভির সাথে। অভি হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়ায়, তারপর হালকা হেসে বলে,

— "তুমি কি সব সময়ই এত গভীরভাবে পড়ো?"

নীলা বই থেকে চোখ তুলে দেখে এক অচেনা যুবক দাঁড়িয়ে আছে। চোখে বুদ্ধিদীপ্ত চাহনি, মুখে একরকম নির্ভরতার ছাপ।

— "হ্যাঁ, মানে... আমি বই পড়তে খুব ভালোবাসি," নীলা একটু লজ্জা পেয়ে বলে।

— "তাই বুঝি? তাহলে তো তোমার সাথে বন্ধুত্ব করা দরকার!"

এভাবে হঠাৎ করেই শুরু হয় তাদের বন্ধুত্ব। প্রতিদিন লাইব্রেরিতে দেখা হতো, বই নিয়ে আলোচনা হতো। নীলার একঘেয়ে জীবন যেন রঙিন হয়ে উঠেছিল। কিন্তু সে কি জানতো, এই বন্ধুত্ব একদিন তার হৃদয়ের গভীরে জায়গা করে নেবে?

একদিন বিকেলে অভি বলল,

— "নীলা, তুমি কি কখনো ফুলের দিকে তাকিয়ে দেখেছো, ওরা কেমন করে ভালোবাসে?"

— "ফুল আবার ভালোবাসে?"

— "হ্যাঁ, ওরা সূর্যের আলো ভালোবাসে, বৃষ্টির ফোঁটা ভালোবাসে, বাতাসের স্পর্শ ভালোবাসে… একদম নিঃস্বার্থভাবে। ঠিক তেমনই ভালোবাসতে শেখা উচিত, তাই না?"

নীলা সেদিন শুধু অভির দিকে তাকিয়ে ছিল। তার মনে হলো, সত্যিই কি সে ভালোবাসতে পারবে? নাকি এটা কেবলই কল্পনার রাজ্যে আটকে থাকবে?

(চলবে...)

Comments

    Please login to post comment. Login