ট্রেনে করে মামার বাড়িতে বেড়াতে গেলাম।তখন একটা মেয়ের সাথে আমার দেখা মেয়েটির মুখে মাস্ক ছিল কিন্তু চোখ দুটো অনেক সুন্দর।আমি ছোট বেলা থেকেই শুনে এসেছি কোনো মেয়ের দিকে তাকানো যায় না।তবুও এক দুই বার তাকিয়েছি। কিন্তু মেয়েটি আমার দিকে একবারের জন্য তাকায়নি।মেয়েটি তার মায়ের সাথে এসেছে। কিন্তু ট্রেনে সেই দিন ভিড় হওয়ায় সেই মেয়েটি জায়গা পায়নি আমি মেয়েটিকে সম্মান করে আমার জায়গাটা তার ছোট ভাইয়ের জন্য ছেড়ে দিলাম। আমি অন্য একটি জায়গায় বসলাম। যেতে যেতে আমি ফোন চালাচ্ছিলাম। হঠাৎ তারা যে স্টেশনে নামবে স্টেশন চলে এলো।