কুয়াশাচ্ছন্ন ভোরবেলা।
আমি দাঁড়িয়ে আছি আমাদের দেশের বীর যোদ্ধাদের সাথে।
দেখছি আমাদের জন্মভূমি কে ,
মুড়ে রয়েছে শত্রুপক্ষের গ্রেনেডের ধোয়া ও বন্দুকের গোলাগুলির শব্দে।
রক্তাক্ত চোখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়ছি শত্রুপক্ষের সাথে।
আমরা ১৯৭১ সালের সেই বীর যোদ্ধা।
রক্ষা করেছিলাম আমাদের জন্মভূমিকে বহিঃশত্রুর হাত থেকে।
স্বাধীন করেছিলাম আমাদের বঙ্গভূমিকে ।
বিসর্জন দিয়েছিলাম আমাদের প্রাণ।
আমরা গর্বিত,
১৯৭১ সালে আমরাই সৃষ্টি করেছিলাম এক ইতিহাস।
মা আজ প্রায় 50 বছর পরেও
স্বর্ণাক্ষরে গাঁথা রয়েছে ,
প্রতিটি দেশবাসীর মনে।
83
View
Comments
-
khairul Islam 9 months ago
এই গল্পের মাধ্যমে আমরা ১৯৭১ সালের