সে ট্রেন থেকে নামার আগে আমাকে এক পলকের জন্য আমাকে দেখল।আমি মামার বাড়ি এসেই সেই মেয়েটির ছবি আঁকলাম আর মনে মনে ভাবছি আমি তো তার মুখ দেখিনি শুধু চোখ দুটো দেখে কী তাকে চিনতে পারব। জানিনা সে কী আমাকে ভালবাসে কী না। আমি সেই দিন মনে মনে বললাম আমি তার অপেক্ষায় রবো। আমার জীবনের প্রথম আমি ভালোবাসার দিক সেই মেয়েটির দিকে তাকিয়েছি।অনেক দিন পর আমার সেনাবাহিনীর চাকরি হলো। আমার দাদী বললেন বিয়ের কথা। মামা তার মেয়ের জন্য আমার বিয়ের প্রস্তাব দিলেন।