Posts

ফিকশন

গল্পের নাম: "শেষ ভালোবাসা" পর্ব ৩

February 23, 2025

Fahim Hasan

14
View

 ভেঙে পড়া নয়, শক্ত হওয়ার সময়
অরিত্র যখন খবরটা শুনল, প্রথমে বিশ্বাসই করতে পারছিল না।
"না, এটা ভুল রিপোর্ট হবে! তৃষা তো সুস্থ ছিল, এমন হয় কীভাবে?"
কিন্তু বাস্তবতা ভুল করছিল না।
তৃষা কাঁদেনি। বরং অরিত্রকে শান্ত করল।
তৃষা: "তুই যদি কাঁদিস, তাহলে তো আমি আরও কষ্ট পাব। আমি চাই না আমাদের গল্পটা কষ্টের হোক, আমি চাই, যতদিন আছি, ততদিন আমরা আনন্দে থাকি।"
অরিত্র শক্ত হতে পারছিল না, কিন্তু তৃষার চোখের দিকে তাকিয়ে সে নিজের কষ্টটা লুকিয়ে ফেলল।

Comments

    Please login to post comment. Login