একটি অদ্ভুত ইচ্ছা
একদিন, হঠাৎ তৃষা বলল,
"আমরা বিয়ে করব।"
অরিত্র হতভম্ব!
"তুই পাগল হয়েছিস? এখন এসব ভাবছিস?"
তৃষা হাসল।
"আমি চাই, আমার জীবনের শেষ সময়গুলোতে তুই আমার স্বামী হয়ে থাক। আমি চাই, আমাদের গল্পটা শেষ হোক ভালোবাসার মধ্য দিয়ে, কান্নার মধ্য দিয়ে নয়।"
অরিত্র কিছু বলল না। কিছুক্ষণ চুপ করে থেকে শুধু তৃষার হাতটা শক্ত করে ধরল।
113
View