কখনও কখনও আমি একাকী বসে দেখি, দিনের ঝলমলে আলো, রাতের আকাশে, গ্রহ নক্ষত্রের খেলা, উল্কা, উল্কার মত ছুটে চলা পৃথিবী, পৃথিবীর মানুষ।
হঠাৎ যেন সে আকাশ ছেয়ে যায় আঁধারে, কালো মেঘে সেখানে এলো নেমে দুরন্ত ঝড়, কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার মতো, ডাল ভেঙে পড়ে মড় মড়।
যেন রাতের আকাশে ওঠে নি চাঁদ, আঁধার ভরা আজ রাতে; শেষে বলি, রাতের আঁধার, তোমার মৃত্যু
আর পুনর্জীবনের ব্যবধান কতটুকু? তুমি কি জন্মেছ প্রতিদিন শুধু মুছে যাবে বলে?
তুমি কি কেবলি আমার নিঃসঙ্গতাটুকু কাটিয়ে দিবে বলে জেগে থাকো সারারাত?
আকাশের নীহারিকা, কয়েকটি উজ্জ্বল তারা দিয়ে,
তোমার ফতোয়ার বোতাম বানিয়ে দেব, দাওনা একটু সাড়া।
সবই অর্থহীন স্বপ্ন, যেন আঁধারের পাতাঝরার মতোই,
ধীরে ধীরে প্রভাতের আলো জ্বলে ওঠে রাতের
যবনিকায়।
(সংগৃহীত)