আজ কত দিন পর দেখা হল, অবনী
তোমার কি মনে আছে?
মনে করার আপ্রান চেষ্টা করেও তুমি ব্যর্থ হয়ে
যখন আমার দিকে অসহায়ত্বের ভান করে তাকালে
তখন চট জলদি আপন খেয়ালেই বলে উঠলাম ৭ বছর ৯ মাস ২৭ দিন পর।
আবার আশ্চর্য হওয়ার ভান করে আমার দিকে মিষ্টি ঢং এ তাকালে,
উফ সহ্য করা কঠিন!
ভাবছো সময় হিসেব করে রেখেছিলাম?
এতো সময় আমার হাতে কই
না সে কাজ আমার নয়, অবুঝ মনের।
নিরুপায় হাসি হাসলে আর আমি বলেই চললাম
তোমার কিন্তু তেমন পরিবর্তন আসেনি
একটু মোটা হয়েছ, আর একটু সুন্দর
আর আমাকে তো দেখতেই পারছো।
চুলে রঙ বদলেছে, কালোর বুকে যেন সাদা প্রান খুজে পেয়েছে।
আর মন সেতো কবেই শুকিয়ে গেছে
যেমনটি বসন্তের অপেক্ষায় শীতে শুকিয়ে ঝরে পড়া পাতা।
জানো সময় অনেক কিছু ম্লান করে দিয়েছে,
তোমার প্রতি অভিমানের পর্ব মলিন হয়ে গেছে
বয়সের ভারে পৃথিবীও কেমন জানি ফ্যাকাসে হয়ে গেছে,
কিন্তু তোমার প্রতি আমার ভালবাসার রঙ যেন আরো রঙ্গীন উঠেছে।
একি নিজেই বলে যাচ্ছি! তারপর বল তোমার খবর কি
কটা বাচ্চা কাচ্চা হল, স্বামী সংসার কেমন চলছে?
আমি কিন্তু বিয়ে করিনি, রয়ে গেছি কুমার।
একি অবনী কিছু বলছো না কেন??
গাড়ির হরেন বাজলো আর অবনী চলে গেল কিছু না বলে।