Posts

কবিতা

অন্যভাবেও ব্যথা দেয়া যায় অবনী

February 23, 2025

সুকান্ত সোম

77
View

যদি ব্যথা দেবারই ছিল তবে এভাবে দিলে কেন অবনী?

অন্যভাবেও তো ব্যথা দেওয়া যায়।

আমি তোমাকে জ্বলজ্বলে জল বিন্দু মনে করে চেয়েছিলাম তির্থের কাকের মত করে

তা তোমার অগোচরে ছিল না নিশ্চয়

নীল আকাশ ভালবাসি আর ভালবাসতাম তোমাকে

তাই বলে সমস্ত আকাশের নীল আমাকে গ্রাস করবে?

আর তোমার দেয়া বেদনায় নীল হবো?

তা আমার মত এ ক্ষুদ্রের দিব্য জ্ঞানে আসেনি।

তুমি হাসতে প্রচন্ড রকমের হাসতে ভালবাসতে

সে হাসি আজো থামেনি বরং দ্বিগুন করেছো তার মাত্রা

আমার মত বোকার স্বর্গে বসবাসকারীর বুকে প্রচন্ড এক ধাক্কা দিয়ে কি সুখ পেয়েছো বলতো অবনী?

এভাবে ব্যথা না দিলেও তুমি পারতে

অন্যভাবেও ব্যথা দেয়া যায় অবনী

Comments

    Please login to post comment. Login