ধনীর অর্থাৎ যাদের অনেক ধন সম্পদ রয়েছে তারা যদি আজ কুলি , দিনমজুর, কৃষক দলের প্রতি সদয় আচরণ করতো তাহলে প্রতিটি মানুষের ভেদাভেদ থাকত না এদেশে । যাদের অনেক টাকা আছে তারাই সমাজে আজ সম্মানিত, বিচারক, আর যারা নিজের মাথার ঘাম পায়ে ফেলছে তারা তো সমাজে মানুষ বলে বিবেচিত হয় না।