Posts

কবিতা

পিনোশের আকাঙ্খা

February 24, 2025

Aritra Ahamed

546
View

ভালো হবে, যদি খুনীরাই এগিয়ে আসে বাঁচাতে। 
ভালো হবে, যদি ইতিহাসের নামকরা খলনায়কেরা 
সারা দেশে প্রাণপণ অশুভের গাঁট খুলে দেয়,
ভালো হবে, যদি আমাদের তরুণ রক্তে ডাঁশ মাছি বসে লাখ লাখ, 
আর সংসদের উজ্জ্বল করিডোরে নির্বোধ, নপুংসক পতঙ্গের মতো
ঘুরে বেড়ান পরম শ্রদ্ধেয় ডাকু-দানবেরা; 
ভালো হবে, যদি ছোটো বড়ো কোনো স্বাধীনতাই না থাকে, 
আর শান্তি ও নিরাপত্তার ছদ্মবেশে আমাদের শরীরে ও আত্মায় 
গোপন যৌন ব্যধির মতো ঢুকে পড়ে মহামহিম রাষ্ট্র;
ভালো হবে, যদি আমাদের রক্ত জলপাই রং ধারণ করে রাতারাতি, 
আর আঙুলের চামড়া ছিলে গেলেও ডাকাডাকি করা লাগে রাষ্ট্রকে; 
ভালো হবে, যদি বেইমান পতঙ্গের মতো কেউ আর ঝাঁপ না দেয়,
কেউ আর গোসল না করে স্মৃতি আর প্রতিরোধের উদ্ধত আগুনে, 
ভালো হবে, যদি আমাদের কেউ শুধু একটা কান, কেউ শুধু একটা চোখ, 
কেউ শুধু এক বা একাধিক রাক্ষুসে শিশ্ন নিয়ে বেঁচে থাকি, 
আর সম্পূর্ণ ও সচ্ছল হওয়াকে মনে করি চক্ষুলজ্জার ব্যাপার; 
ভালো হবে, যদি রাষ্ট্র আমাদেরকে অমর ঘোষণা করে আইন বানায়, 
আর প্রতিদিন চুপিসারে খুন করে, গুম করে আমাদেরকেই; 
ভালো হবে, যদি আছড়ে পড়া যায় জলপাই-প্রভুর পদতলে, 
যার শক্ত জুতো চেটে চেটে আমরা হজম করবো ভবিষ্যতের আকাঙ্খা, 
আর খুন করে ফেলবো যা কিছু ঘটেছিলো নিকট অতীতে; 
যা কিছু বস্তাপঁচা, কেবল তার ভিতরেই অমূল্য রতন খুঁজবো- 
এই ডাকাতিয়া, উপাসনাময় রাতে এই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, 
আমরা চিরকালের মতোই ফাঁদে পা দিয়ে স্বর্গে যাবার জন্য তৈরী হচ্ছি, 
এবং কাল থেকে যদি সারা দেশে নরকও কায়েম হয়, 
তবু আমাদের কোনো আফসোস থাকবে না, কেননা নরকের আনাচেকানাচে 
স্বর্গের দরজা খুঁজতে খুঁজতে আমরা বেঁচে আছি: এই খোঁজাখুঁজিটাই আমাদের জীবন, 
আমাদের অস্তিত্বের একমাত্র তাৎপর্য, একমাত্র বাসনা; 
এবং তার জন্য পিনোশের মধ্যেও মসীহ দেখতে আমরা রাজি, আমরা উৎসুক, 
পিনোশে আসুক, আমরা জানতে চাই মহামতি পিনোশে কী কী মজুদ রেখেছেন আমাদের জন্য।

Comments

    Please login to post comment. Login