ভালোবাসার অবলম্বন
এক অবুঝ শিশু কতো বড় হয়ে গেল।তার হাতের মুঠো ধরতে হতো।দেখলে কেমন খুশি লাগতো। আমার সাথে শুবে বলে বায়না ধরতো। কটা বছরের ব্যবধানে আজ সে কতো বড়ো।
মনে হলো সে আমায় আগলে ধরে রাখবে।কিন্তু সে যে আমার দিকে তাকায় না।যে ছেলেটা আমায় ছাড়া খেত না,যে ছেলেটা আমি চলে গেলে কাঁদত।
আজ সে আমার কাছেই আসে না।আমি এলে সে লুকিয়ে থাকে।
আকাশ হোরে দেখেছি তোমায়।
দোরে রেখে ছেলাম, দুবার শিলি করা পরনের জাময়।
যার কথা ভাবলে মনে শান্তি আসত।
আজ সে কোনো এক নেশায় আসক্ত।
ছাযার মতো ঘুরেছে, কখনো বিপদ হোয়ছে কিনা।
পালকের মতো উড়েছি, কখনো কেঁদেছে কি নি।
রক্ত পানি করে অচল হয়েছি,
তবুও তাকে মানুষ করতে চেয়েছি।
সেই ছেলে আজ আমার কাছেই আসে না।
অভাব কাকে বলে, বুঝতে দিইনি কখনো।
নিজে না খেয়ে তাকে খাওয়িয়ে যাচ্ছি এখনো।
তবুও সে আমার কাছে আসে না।
আমি না থাকলে সে হাসে।
আমি না থাকলে সে সকলের সাথে মিশে।
সব কিছু লুকিয়ে দেখি,
কিন্তু তাকে বলি না।
বাবা হারানো সন্তান আমি,
বুঝি বাবা কত দামি,
কিন্তু সে তো বোঝে না।
তার মতো আরো দুজন আছে,
কিন্তু তারা এমন করে না।