সবুজ শ্যামল ধানের ক্ষেতে সকালে দেখি শিশির জমে।
যখন দেখি দুপুর হলো ধানের ক্ষেত রোদের আলোয় রয়ে গেল।
বিকালের বাতাসে ধানের ক্ষেত বাতাসে দুলছে।
গ্ৰামের সেই গ্ৰীষ্মকালে আম খাওয়ার ধুম পড়ে। বর্ষা কালে দেখি কত রঙের ফুল ফোটে।
শরৎকালে দেখি আকাশ ছেয়ে যায় মেঘেএবং নদীর ধারে কাশফুল ফোটে।
হেমন্ত কালে চাষীরা ধান মাথায় নিয়ে তোলে বাড়িতে।
শীতকালে সকালে কুয়াশায় ঢাকা পড়ে গ্ৰাম।
বসন্তকালে সব গাছের পাতা ঝরে পড়ে ও কোকিলের মিষ্টি ডাকে প্রানটি জুড়িয়ে যায়।
বিভিন্ন ঋতুর বিভিন্ন বৈশিষ্ট্য খুবই সুন্দর হয়।
তেমনি বিভিন্ন বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন উপায়ে সফলতা আসে।