দীঘির পাড়ে
লাল শাপলার ফুলে ফুলে
দীঘির পানি ভরা,
মিষ্টি হাওয়ায় দুলছে তারা
তালে দিশেহারা।
পাপড়ি গুলোর খোলস মেলে
ভাসছে যেন তালে,
কচি ফুলের লম্বা বোঁটা
পরছে সাথে হেলে।
ফুলের উপর চাঁদের আলো
অন্য এক শোভা,
সারা দীঘি সাজছে রূপে
নিয়ে ষোলকলা।
চারি পাশের সবুজ বাগান
নানা গাছে ভরা,
সাগর কলার কিছু গাছে
ঝুলছে কলার ছড়া।
গাছের তলায় ভেসে আসা
ঝিঁঁঝি পোকার ডাক,
বেঙের সাথে তাল মিলিয়ে
গাইছে সুরের রাগ।
উঁচু গাছের পাতার ঝোপে
জ্বলছে ছোট্ট আলো,
জোনাকি পোকা দল বাঁধিয়ে
দিচ্ছে রাতে আলো।
জ্যোৎস্না রাতে দীঘির পাড়ে
ভরে যায় বুক,
মনের মাঝে প্রশান্তির এক
বয়ে যায় সুখ।
**************
This is a premium post.