মাছটি ধরে নিয়ে এসে মায়ের কাছ থেকে মাছটির নাম জানলাম মাছটির নাম হলো রুই ।মা বলল রুই মাছ তোর বাবার খুব পছন্দ।তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম মা তোমার কী মাছ পছন্দ। মা আমাকে কোনো উত্তর না দিয়ে বললেন যা তুই তোর কাজ করে। সাধারণত সবাই যখন কারো মাকে তার পছন্দের খাবার কী জিজ্ঞাসা করে তখন কিন্তু মায়েরা বলতে চান না জানিনা কেন? সবসময় মায়েরা ভাবেন তার সন্তানের পছন্দের খাবার বা অন্য কী পছন্দ তা এনে দেওয়ার চেষ্টা করেন।