Posts

নিউজ

স্মৃতিকথা লিখছেন বুকারজয়ী লেখক মার্গারেট অ্যাটউড

February 25, 2025

নিউজ ফ্যাক্টরি

167
View

অবশেষে স্মৃতিকথা লেখার ঘোষণা দিলেন বুকারজয়ী কানাডিয়ান লেখক মার্গারেট অ্যাটউড। দীর্ঘ প্রত্যাশিত এই বইয়ে ৮৫ বছর বয়সী এ লেখক তার জীবন এবং ক্যারিয়ারের গল্প বলবেন।  

'বুক অব লাইভস: অ্যা মেমোয়ার অব সর্টস' শিরোনামের এই বইটি প্রকাশ করবে মার্কিন প্রকাশনা সংস্থা ডাবলডে। এটি ২০২৫ সালের ৪ নভেম্বর প্রকাশিত হবে। 

এক বিবৃতিতে অ্যাটউড বলেছেন, 'আমি এই বইটির জন্য অনেক ঘাম ঝরিয়েছি। এই বইতে আমি আমার দীর্ঘ জীবনের কাহিনী বর্ণনা করেছি। আমি যদি কবি জন কিটসের মতো মাত্র ২৫ বছর বয়সে মারা যেতাম, তবে বইটি আরও ছোট হতে পারত।'

উল্লেখ্য, মার্গারেট অ্যাটউড কানাডিয়ান কবি, উপন্যাসিক, সাহিত্য সমালোচক, প্রাবন্ধিক, শিক্ষক এবং পরিবেশবাদী কর্মী। এ পর্যন্ত তার ১৯টি কবিতার বই, ১৭টি উপন্যাস, ১১টি ননফিকশন, ৮টি শিশুতোষ বই , ২টি গ্রাফিক নভেল প্রকাশিত হয়েছে। তিনি ২ বার বুকার প্রাইজ পেয়েছেন। তার উল্লেখযোগ্য বইগুলো হলো, দ্য হ্যান্ডমেইড’স টেল, সারফেশিং, ক্যাট’স আই, দ্য ব্লাইন্ড এসাসিন, দ্য টেস্টামেন্টস, অরিক্স এন্ড ক্রেক।    

Comments

    Please login to post comment. Login