Posts

নিউজ

মারা গেলেন চলচ্চিত্র সংসদকর্মী জাহিদুর রহিম অঞ্জন

February 25, 2025

নিউজ ফ্যাক্টরি

62
View

মারা গেলেন চলচ্চিত্র সংসদকর্মী জাহিদুর রহিম অঞ্জন। ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।  

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা অনেক দিন ধরেই লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন। লিভার ট্রান্সপ্লান্টের জন্য তিনি বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

গুণী এই নির্মাতা ২০১৪ সালে আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’ নির্মাণ করেন। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।      

এছাড়া সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস ‘চাঁদের অমাবস্যা’ অবলম্বনে একই নামের একটি সিনেমা পরিচালনা করেন তিনি। ছবিটির শুটিং শেষ হলেও তার অসুস্থতার কারণে এটির মুক্তি আটকে ছিলো। তিনি পরিকল্পনা করেছিলেন, বেঙ্গালুরু থেকে ফিরে সিনেমাটি মুক্তির উদ্যোগ নেবেন। তবে তার সেই আশা আর পূরণ হলো না।

উল্লেখ্য, জাহিদুর রহিম অঞ্জন ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলন কর্মী এবং শর্টফিল্ম ফোরামের সাবেক সভাপতি। বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথাসাহিত্যিক শাহীন আখতার তার স্ত্রী। এই চলচ্চিত্র শিক্ষকের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও স্মৃতিচারণ করছেন চলচ্চিত্র কর্মীরা। 


 

Comments

    Please login to post comment. Login