Posts

কবিতা

অপূর্ন ইচ্ছা

February 25, 2025

Md. Mahabubul Hasan

97
View

কেউ আমাকে প্রচণ্ড ধমকে থামিয়ে দিক,
কেউ আমার স্বাধীনতায় বাধা দিক,
কেউ তার কোমল আগুনে ভস্মীভূত করুক
আমার বৃষ্টির মুহূর্তকে স্পর্শ করুক।
 

রাতের আকাশের সব তারাকে জানি না, তবু ভালবাসি,
আমি চাই কেউ বলে দিক এই তারার নাম সপ্তর্ষী।
প্রচণ্ড ধমকে বলুক তারা নয়, আমায় দেখ।

কেউ অনুভব করুক, কেউ তার স্পর্শে আমাকে শিহরিত করুক,
দেবার কিছুই নেই হৃদয় নিংড়ানো ভালবাসা ছাড়া।
অন্তত কেউ বলুক তুমি না, অনেক দুষ্ট, শয়তান বা বদ,
আমি চাই কারো কোমল হাত থপাশ করে পিঠের উপর পড়ুক।

কেউ একজন আমার মন নিয়ে খেলা করুক,
তার মনের রঙে রাঙিয়ে তুলুক আমার মনের বাগান।
ভালবাসতে আমি জানি, দিতে পারি অনেক কিছু,
অন্তত কেউ একজন আসুক আমি তার অপেক্ষায়।
 

প্রচণ্ড বর্ষার দিনে জড়াজড়ি করে হেটে চলা,
দমকা বাতাসে ছাতা উড়ে যাওয়া, সেও আমি চাইতে পারি।
আমি, তুমি বা কেউ চাইতে পারে,
অপূর্ণ ইচ্ছা, কেউ বলে, কেউ লুকিয়ে চলে।
 

বজ্রপাতের শব্দে বিচলিত প্রিয়ার চোখে চোখ রাখতে কেনা চাই?
আমি তো চাই, আমি চাই প্রিয়ার অধরের স্পর্শ,
প্রিয়ার পাগলকরা রূপের আগুন অনুভব করতে চাই।

একা একা চলার সময় কেউ বলুক আস্তে হাঁট,
কেউ একজন তপ্ত দুপুরে ফোনে বলুক, কি ব্যাপার কি?
খুব ব্যস্ত, একটা মেসেজও কি পাঠানো যায় না?

আমি চাই আমার স্বাধীনতায় কেউ আঘাত হানুক,
কেউ প্রচণ্ড রাগ নয়নে তাকিয়ে থাকুক, আমাকে ঘৃণা করুক,
আমাকে ধমকে বলুক, অনেক হয়েছে, এখন আমাকে স্পর্শ কর,
আমাকে ভালবাস, এই দেখ আমি তোমার জন্য আজ সেজেছি।
 

জ্যোৎস্নাৎ বৃষ্টির রাতে আবেগী কণ্ঠে বলুক, চল না, আকাশ দেখি,
প্রচণ্ড শীতের সকালে কেউ অন্তত এক কাপ চা করে দিক,
বা কোমল সুরে বলুক, আস চা করি,
এ আমার, তোমার বা আমাদের অপূর্ণ ইচ্ছা.........

Comments