Posts

গল্প

শশধর এর চিঠি

February 25, 2025

naima.

96
View

অপ্রিয় মমতাময়ী শশধর „


 

প্রাণ ভরিয়া ভালোবাসা দান করিলাম তোমার গগণে,

তোমার পঙ্খীরাজ নিত্যদিন নিশিতে ঘুরিয়া আসিতো আমারই খোয়াবে। 


 

খোয়াবে দেখিয়াছি, তুমি ভালো নেই...! 

তাই তোমারই স্মরণে লিখিলাম এ চিঠি। 


 

তাছাড়াও,

সেদিন গোধূলির আলোমাখা নিশ্চুপ প্রকৃতির মাঝে,

তোমাকে দেখিয়াছিলাম দূর হতে দাড়িয়ে..! 


 

আমি তোমায় দেখিলেও তুমি আমায় দেখলে না।

কিয়ৎক্ষণ ধরে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম,

 তুমি তাকাবে বলে;


 

এরই মধ্যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাহিয়া চলতি পথের রিক্সায় উঠিয়া গেলে।


 

আমারও আর কিছু করার ছিলো না।





 

ইতি,


 

তোমার দিকে তাকিয়ে থাকা বোবা বালিকা।




 

Comments

    Please login to post comment. Login