Posts

কবিতা

ম্যাজিক অথবা মিরাকল

February 25, 2025

শরীফ এমদাদ হোসেন

108
View

অনিশ্চিত আলোর কাছে বন্দী নগর জীবন 
এখনো ঘনঘোর অন্ধকার
নিশ্চিত মনোযুদ্ধের আগুনে আত্মাহুতি দিয়েছে সবাই।

চাতুর্য বোঝেনা যারা, কেবল গোনে স্বপ্নের পাঠ
তারা হাট্টিমাটিম টিমের ডিমে দিচ্ছে তা'

আর যারা খেদিয়ে নিয়ে গেছে মহিষের পাল
বিবেকের হাটে বেচে দিয়ে দেশ মাটি মান ইজ্জত
তারা, তারা নাকি কোন এককালে বাল ছিঁড়ে বাঁধবে আঁটি__

ভেঙ্গে গেছে শরীরের সমস্ত অর্গান
মৌলিক বিভাজনে তবুও দু'মেরুর আকর্ষণ খুব

এখন কোনদিকে দেবে দৃষ্টি জনতা সাধারণ? 
রুজি রুটি বেসামাল মন? নাকি অনিশ্চিত আগামী? 
সমস্ত সূর্যের তাপ, সমস্ত দুর্ভাবনার ভার
কার কাছে সঁপে দিয়ে দাঁড়াবে আবার? মিরাকল অথবা ম্যাজিকের সম্ভাবনা আছে টাছে নাকি?

Comments

    Please login to post comment. Login