অফিসে গিয়ে কাজ করছিলাম ঠিক তখনই আমার চুল কে যেন টান দিল আমি বিরক্তির সুরে বললাম ফাজলামি করিস না তো নীল নীল বলল, আমি আবার কি করলাম অকারনে আমাকে দোষারোপ করছিস কেন?
আমি বললাম তুই তো ফাজলামি করছিলি তাই তো বললাম।
নীল বলল, আমি কোন ফাইজলামি করিনি কি বলছিস তুই এসব কি হয়েছে তোর?
আমি বললাম, না কিছু না বাদ দে এখন তো লাঞ্চ টাইম চল গিয়ে লাঞ্চ করি খুব খিদে পেয়েছে
নীল বলল, হ্যাঁ চল লাঞ্চ করি আজকে তো স্যার মনে হয় ট্রিট দিবে ভালই হবে অনেকদিন পর খাওয়াচ্ছে আজকে মনে হয় তার মনটা ভালোই আছে সব সময় খিটখিট করে তখন একদমই ভালো লাগেনা
আমি বললাম, বাদ দে অফিসের বসরা একটু রাগী হয় আমাদের সঙ্গে যদি সব সময় বন্ধুর মত আচরণ করে তাহলে এই অফিসার কাজ করতে হবে না ব্যবসা জলে ভেসে যাবে আর ছুটি পরে আমার সঙ্গে দেখা করিস একসাথে কফি খাবো অনেকদিন ধরে একসাথে গল্পও করি না গল্প করব
নীল বলল, হ্যাঁ ঠিক বলেছিস এখন চল খেয়ে আসি তারপর বাকি কাজটা করে বিকেলে বের হব
আমি বললাম, ঠিক আছে এখন খেতে না হলে পরে খাবার পাবোনা
নীল বলল, হ্যাঁ চল চল
আমরা খাবার খেয়ে ফিরে এসে দেখি আমাকে টেবিলটা অনেক এলোমেলো হয়ে আছে নীল অবাক হয়ে গেছে কিন্তু আমার কাছে অনেক স্বাভাবিক
নীল বলল, এইসব কি তোর টেবিলের এরকম অবস্থা কে করল আজব ব্যাপার তো
আমি বললাম, এটা আমার কাছে অনেক স্বাভাবিক এটা কথা বাদ দে এখন।
নীল বলল, এখানে বাদ দেওয়ার কি আছে বলছিস তুই এসব? এটা তোর কাছে স্বাভাবিক মানে?
আমি বললাম, যা বলার তোকে বিকেলে বলবো। আমি এটার কথাই তোকে বলতে চাচ্ছিলাম বিকেলে তাই তোকে বিকেলে দেখা করতে বলেছি
82
View