মিথ্যা বলব না, মিথ্যা বলো না, মিথ্যা যে কী কত পাপ সে কী জানো না। মিথ্যা, মিথ্যা, মিথ্যা। যেদিকে তাকাই সেদিকে দেখতে পাই। তবে মিথ্যা কে কেন্দ্র করে কেন আশ্রয় খোঁজ। সমাজটা আজ মিথ্যা দিয়ে ভরপুর হয়ে গেছে। তবে কী করে আজ সমাজের উন্নতি খোঁজো। মিথ্যা বলা ছাড়লে সমাজ হবে উন্নতির শিখরে।