পর্ব 3: গ্রামের মুক্তি
গ্রামবাসীরা যখন জানতে পারল যে জাফর শয়তানি জ্বীনকে পরাজিত করেছেন, তারা তাকে হিরোর মতো সম্মান জানাল। গ্রামের প্রধান জাফরকে ধন্যবাদ জানিয়ে বললেন, "তুমি আমাদের গ্রামকে মুক্তি দিয়েছ। এখন থেকে আমরা নিরাপদে থাকতে পারব।"
জাফর হেসে বললেন, "আমি শুধু আমার কাজটি করেছি। তবে তোমাদের সতর্ক থাকতে হবে। অন্ধকার সবসময়ই ফিরে আসার চেষ্টা করে।"
এরপর জাফর তার পথ ধরে চলে গেলেন, নতুন কোনো রহস্যের সন্ধানে। আর কালোছায়া গ্রাম আবার শান্তি ও সুখের মুখ দেখল।